টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়ে গেল। এবার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২টি পদে বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল।
গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয় এ নির্বাচন। দীর্ঘ প্রায় ২৯ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়। ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ।
নির্বাচনে সভাপতি পদে মনোয়ার পাঠান ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর
নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে
সাজু মুনতাসির ১১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী
সাজ্জাদ হোসেন দোদুল পেয়েছেন ৯৭ ভোট। বিজয়ী অন্যরা হলেন—
মাহবুবা শাহরীন তায়েব (মিতু) : সহ-সভাপতি
কাজী রিয়াজ হোসেন নয়ন : সহ-সভাপতি
কাজী সাইফুল ইসলাম সোহেল : সহ-সভাপতি
শহিদ আলমগীর : যুগ্ম সাধারণ সম্পাদক
রেজাউল হক রেজা : যুগ্ম সাধারণ সম্পাদক
ফকরুদ্দিন ছোটন : সাংগঠনিক সম্পাদক
কে সি পাল : অর্থ সম্পাদক
নাহিদ নিয়াজী রিপন : দপ্তর সম্পাদক
এম এস কে সানজিদ খান প্রিন্স : প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
ব্যারিস্টার ওলোরা আফরিন : আইন বিষয়ক সম্পাদক
জাকির খান : ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
এস এম মাসুদ করিম (সুজন) : আর্কাইভ বিষয়ক সম্পাদক
এম রেজাউল করিম সজল : আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
অনন্য ইমন : শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক
মো. সায়েম মিয়া : সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
জিনাত হাকিম : কার্যনির্বাহী সদস্য
বাবুল আহমেদ : কার্যনির্বাহী সদস্য
কামাল খান : কার্যনির্বাহী সদস্য
আনসারুল আলম লিংকন : কার্যনির্বাহী সদস্য
কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন) : কার্যনির্বাহী সদস্য
শেখ রুনা : কার্যনির্বাহী সদস্য
সোহেল আরমান : কার্যনির্বাহী সদস্য
আইনুল হক আদিল : কার্যনির্বাহী সদস্য
সঞ্জয় রাজ : কার্যনির্বাহী সদস্য
মনির পারভেজ : কার্যনির্বাহী সদস্য
সূত্র :- ntvbd