টেলিপ্যাবের নতুন সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির
3 years ago
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির নির্বাচিত হয়েছেন। ভোট শেষ হওয়ার ২৭ ঘণ্টা অতিক্রম করার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
টেলিপ্যাবের ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার (১৯ মার্চ) সকাল থেকে শুরু হয়। ভোট গ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলে। ২৩৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২৮ জন। প্রায় ২৭ ঘণ্টার গণনা শেষে জানা গেল মনোয়ার পাঠান সভাপতি ও সাজু মুনতাসির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা দুজন হারিয়েছেন সভাপতি পদে রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন দোদুলকে।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী রিয়াজ হোসেন নয়ন, মাহবুবা শাহরীন মিতু ও কাজী সাইফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক রেজাউল হক রেজা ও শহিদ আলমগী, সাংগঠনিক সম্পাদক মীর ফখরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক কে সি পাল, দপ্তর সম্পাদক নাহিদ নিয়াজী রিপন, প্রচার সম্পাদক সানজিদ খান প্রিন্স, ক্রীড়া সম্পাদক জাকির খান, আন্তর্জাতিক সম্পাদক রেজাউল করিম সজল, সমাজ কল্যান সম্পাদক সায়েম মিয়া, আর্কাইভ সম্পাদক মাসুদ করিম সুজন, আইন সম্পাদক ওলোরা আফরিন রসনা, শিক্ষা ও গবেষণা সম্পাদক অনন্য ইমন
সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিনাত হাকিম, শেখ রুনা, বাবুল আহমেদ, আনসারুল লিঙ্কন, কামাল খান, সোহেল আরমান, কাজী রিটন, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ ও মনির পারভেজ।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল বায়েজিদ। তার সঙ্গে আরও রয়েছেন বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। এছাড়া আপিল বিভাগের প্রধান করা হয়েছে ম. হামিদকে। সদস্য হিসেবে রয়েছেন কেরামত মওলা এবং তারেখ মিন্টু।
সূত্র:- newsg24