টেলিপ্যাবের নতুন সভাপতি মনোয়ার, সম্পাদক সাজু মুনতাসির
3 years ago
টেলিভিশন
প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)–এর সভাপতি
নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান । একই প্যানেলের সাজু মুনতাসির টানা
দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট
গ্রহণের প্রায় ২৪ ঘণ্টা পর শেষ হয় গণনা। প্রধান দুটি পদের ফলাফলের খবরটি
রোববার নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।
গেল
শনিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় টেলিভিশন প্রোগ্রাম
প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) এর ২০২২-২০২৪ মেয়াদের
নির্বাচন।
টেলিপ্যাব
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। যার একটি
প্যানেলের নেতৃত্বে ছিলেন সভাপতি পদে মনোয়ার পাঠান এবং সাধারন সম্পাদক পদে
সাজু মুনতাসির। আরেক প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রোকেয়া
প্রাচী আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নির্মাতা সাজ্জাদ হোসেন
দোদুল।
সূত্রঃ- ই -পেপার