টেলিপ্যাবের সভাপতি মনোয়ার, সম্পাদক সাজু

3 years ago

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পর এর গণনা শেষ হয়। তাৎক্ষণিকভাবে প্রধান দুটি পদের ফলের খবরটি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।

কামাল বায়োজিদ বলেন, ‘বেশ কিছু কারণে ব্যালটের সমস্যা হয়েছিল। তাই আমরা ধীরে ও নিখুঁতভাবে গণনা করতে চেয়েছিলাম। এ কারণে একটু দেরি হলো।’

১৯ মার্চ, শনিবার ২০২২–২৪ মেয়াদী টেলিপ্যাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষ হয় ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে। এরপর ফল জানানো হয়। ২১ মার্চ সকালে জানা যায় পূর্ণাঙ্গ ফল। নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়েছেন। প্রতিপক্ষ রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসিরের ভোট ১১৪টি। নিকটতম প্রার্থী সাজ্জাদ হোসেন দোদুল পেয়েছেন ৯৭ ভোট।

বিজয়ী অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে কাজী নয়ন (১৪৫), মিতু (১১৯), কাজী সাইফুল (১১৪)। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা পেয়েছেন ১৩৬ ভোট। ১২১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ আলমগীর।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন পেয়েছেন ১৫১ ভোট। ফকরুদ্দিন ছোটন - সাংগঠনিক সম্পাদক (১১৭), কে সি পাল - অর্থ সম্পাদক (১০৯), নাহিদ নিয়াজী রিপন - দপ্তর সম্পাদক (১২৬), এম এস কে সানজিদ খান প্রিন্স - প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (১১১), অলোরা আফরিন - আইন বিষয়ক সম্পাদক (১১৪), জাকির খান - ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (১২৫), এস এম মাসুদ করিম (সুজন) - আর্কাইভ বিষয়ক সম্পাদক (১২৬), এম রেজাউল করিম সজল- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (১১৬) ও মো. সায়েম মিয়া - সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (১৩১)।

সূত্রঃ- দেশরূপান্তর